Top

নোয়াখালীতে খুললো বন্ধ ৩৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান

২২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
নোয়াখালীতে খুললো বন্ধ ৩৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান
নোয়াখালী প্রতিনিধি :

 

সারাদেশের ন্যায় করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে দ্বিতীয় বারের মত এক মাস বন্ধ থাকার পর আবারও খুলল নোয়াখালীর ২৮৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪৫ টি সরকারি-বেসরকারি কলেজ। তবে শহরের তুলনায় প্রথম দিনে গ্রামের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম। বিদ্যালয়ে প্রবেশের সময় তাপমাত্রা মাপা হলেও প্রতিষ্ঠানগুলোতে নেই পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে একযোগে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান শুরু হয়। আগামী ২ মার্চ থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, সরকারি আদেশ অনুযায়ী খুলল জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে শুধু মাত্র তাদের টিকার কার্ড যাচাই করে শ্রেণি কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যারা করোনার দ্বিতীয় ডোজ নিতে পারেনি তারা আপাতত অনলাইনে ক্লাস করবে।

সরেজমিনে জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, অনেকদিন বন্ধ থাকার পর পুনঃরায় বিদ্যালয়ে আসতে ফেরে খুঁশি শিক্ষার্থীরা। বন্ধুদের পেয়ে উচ্চাসিত তারা।

তবে অভিভাবকদের দাবী বিদ্যালয় বন্ধ থাকায় ছেলে মেয়েদের মোবাইল গেইমে আসক্তি বেড়েছে। তাদের মোবাইল থেকে ফেরানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত খোলার রাখার দাবি অভিভাবকদের। আর অনেকদিন পর শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পেয়ে পাঠদান দিতে পেরে আনন্দিত শিক্ষকরা।

শেয়ার