Top

পরিবেশ স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২৩ জুন, ২০২০ ১০:১২ অপরাহ্ণ
পরিবেশ স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার।  পরিবেশ স্বাভাবিক  হলেই পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

তিনি বলেন ‘করোনাভাইরাসের সংকটের সময়ে অনলাইন ও টেলিভিশনে পাঠদান কার্যক্রম চলছে।  এর মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,  ‘এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই সময়টাকে কাজে লাগাই।  পাবিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি।  নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি।  স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।

কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক উল্লেখ করে এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী সর্বনিম্ন আয়কর সীমা আরও কিছুটা বাড়ানো যায় কিনা সেটি বিবেচনার প্রস্তাব করেন।  তিনি করোনা পরিস্থিতির কারণে আসন্ন অর্থবছরের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সসীমা ৫০ লাখের পরিবর্তে এক কোটি টাকার প্রস্তাব করেন।

শেয়ার