Top

ইবিতে চারুকলার ভর্তি পরীক্ষায় উপস্থিতি ১২ শতাংশ

০২ মার্চ, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
ইবিতে চারুকলার ভর্তি পরীক্ষায় উপস্থিতি ১২ শতাংশ
এম বি রিয়াদ, ইবি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদ ভুক্ত চারুকলা বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে আবেদনের প্রায় ১২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। তবে প্রাকটিক্যাল সাবজেক্ট হওয়ায় চারুকলা বিভাগে আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। বিভাগটিতে ভর্তির জন্য ৩০টি আসনের বিপরীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আবেদন করে ৮৫১ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০৬ জন। কিছু শিক্ষার্থী আবেদন না করে পরীক্ষায় অংশগ্রহণ করায় তাদের খাতা বাতিল করেছে কর্তৃপক্ষ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, ‘কোন প্রকার অসঙ্গতি ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

 

 

শেয়ার