Top

শেরপুরে ৮ টি ভারতীয় চোরাই গরু উদ্ধার

০৪ মার্চ, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
শেরপুরে ৮ টি ভারতীয় চোরাই গরু উদ্ধার
শেরপুর প্রতিনিধি  :

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের হাতিবর গ্রাম থেকে ৮ টি ভারতীয় চোরাই গরু আটক করেছে।২ মার্চ বুধবার রাতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯ ময়মনসিংহ ব্যাটেলিয়ানের তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওই চোরাই গরু উদ্ধার করেন। তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো আব্দুল হাই এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়,৩৯ বিজিবির সিও র নির্দেশে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে বিজিবি।এরই ধারাবাহিকতায় বিজিবির নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার আব্দুল হাই এর নেতৃত্বে বুধবার রাতে শ্রীবরদী উপজেলার হাতিবর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাকারবারি কতৃক চোরাই পথে আসা ৮ টি ভারতীয় গরু আটক করে।

এ সময় বিজিবির অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। অভিযানের নেতৃত্ব দানকারী তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচাজ নায়েক সুবেদার আব্দুল হাই গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন , আটক গরুগুলো সিজার লিস্ট করে ময়মনসিংহ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

 

শেয়ার