Top

মির্জাপুরে জুয়ারীকে ছেড়ে দেওয়ায় পুলিশের দুই এএসআইকে প্রত্যাহার

০৬ মার্চ, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
মির্জাপুরে জুয়ারীকে ছেড়ে দেওয়ায় পুলিশের দুই এএসআইকে প্রত্যাহার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়াড়িদের ধরে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানা-পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয়। রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ। প্রত্যাহার হওয়া দুই এএসআই হলেন মনির হোসেন ও রেজাউল করিম।

জানা যায়, গত ২৭ ফেব্রæয়ারি উপজেলার ভাওড়া ইউনিয়নে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে যান এএসআই মনির ও রেজাউল। তারা চাঁনপুর এলাকার
একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসার খবর পান। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েকজন জুয়াড়িকে আটক করেন তাঁরা। পরে ঘুষ নিয়ে ওই জুয়ারীদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে।

এ ব্যাপারে স্থানীয়রা টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে থানা-পুলিশ তদন্ত ঘটনার সত্যতা
পান। পরে এএসআই মনির ও রেজাউলকে গত বৃহস্পতিবার মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ ঘটনার সত্যতার স্বীকার করে জানান, কাজে গাফিলতি ও কর্তব্যে অবহেলার কারণে পুলিশ সুপারের নির্দেশে ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার