ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমানোর দাবিতে বিভাগের ক্লপসিবল গেইটে তালা দিয়ে বিক্ষোভ করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টায় তারা বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, ক্লপসিবল গেটে তালা দেয়ায় ভিতরে আটকা পড়েন বিভাগের শিক্ষকরা। পরে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে তালা খুলে দেয়া হয়। তবে প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এসময় সমস্যা সমাধানের জন্য সময় চাওয়া হলে প্রাথমিকভাবে আগামী ১ সপ্তাহ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের ১১জন শিক্ষক থাকলেও বর্তমানে পাঁচজন শিক্ষক ক্লাস নেন। বাকী শিক্ষকরা দেশের বাইরে আছেন। এরমধ্যে একজন শিক্ষক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তিনি ঠিকমত ক্লাস নিতে পারেন না। ফলে ৫ জন শিক্ষককে ক্লাস-পরীক্ষা নিতে হচ্ছে সাতটি ব্যাচের। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষক সংকটের কারনে সেশনজটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন। সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা স্থগিত রাখবো।
পরিসংখ্যান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমরা ক্লাস-পরীক্ষা নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের আন্তরিকতার অভাব না থাকলেও বিভিন্ন সংকটের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশাকরি দ্রুত সংকট সমাধান হবে।