ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ‘স্পিড ব্রেকার’ নির্মাণ কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে সোমবার (৭ মার্চ) সকালে এই নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর।
দুপুরে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. সুজন আলী, সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম আশরাফুল আলম মুকুল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।
নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সড়কে স্পিডব্রেকার নির্মাণে বিভিন্ন পক্ষ থেকে দাবী ছিল। আমরা এ ব্যাপারে মাননীয় সচিবের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি বাস্তবতা অনুসারে স্পিড ব্রেকার নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুমতি দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পর নির্মাণ কাজ শুরু হওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় সচিব মোঃ নজরুল ইসলামসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই।