Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

মাগুরায় টাইম স্কেলের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

১১ মার্চ, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
মাগুরায়  টাইম স্কেলের  দাবীতে শিক্ষকদের মানববন্ধন
মাগুরা প্রতানিধি :

মাগুরায় টাইম স্কেল বঞ্চিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাইম স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ জন প্রধান শিক্ষক মানববন্ধনে অংশ গ্রহন করেন। আলোকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ মোঃ কামরুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার, আসাদুজ্জামান শেখ, তাওহিদ হোসেন প্রমুখ। মাবনবন্ধন শেষে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ০৯/০৩/২০১৪ হতে ১৪/১২/২০১৫ পর্যন্ত সময়ের প্রাপ্য টাইম স্কেল মঞ্জুরী প্রদানের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০৩/০৬২০২১ তারিখের ১৮৯ নং পত্রটি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত ১০/১১/২০২১ তারিখের ১১০৫ নং পত্রটি জরুরি ভিত্তিতে কার্যকর করা। একই প্রতিষ্ঠানের শিক্ষকদের দুই ধরনের নীতির কারনে বৈষম্য তৈরী হওয়ায় বিড়াম্বনার শিকার হচ্ছে শিক্ষকরা।

শেয়ার