Top
সর্বশেষ

মোশাররফ ফাউন্ডেশন কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

১২ মার্চ, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
মোশাররফ ফাউন্ডেশন কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে অবস্থিত ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

আজ দুপুরে ওই কলেজ মিলনায়তনে এঅনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মো. আবদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবদুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হাসনাৎ শাহীন মাস্টার, আলী আহাম্মেদ মিয়াজী, সাংবাদিক হানিফ খাঁন, এসএম মিজান প্রমূখ। অনুষ্ঠানে কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।

শেয়ার