Top

মাধবপুরে ২৮ কোটি টাকা মূল্যের মুর্তি উদ্ধার

১৪ মার্চ, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
মাধবপুরে ২৮ কোটি টাকা মূল্যের মুর্তি উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫)কে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর)পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে অভিযান চালায়ি অরুণ সরকারের বসত ঘরের একপাশে গরু রাখার ঘরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মুর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৭ কেজি ৯শ গ্রাম। যার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা।

এসময় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকার(৫২) কে আটক করা হয়। পুলিশের ধারনা, অরুণ সরকার মূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মূল্যবান মুর্তিটি অরুনের হেফাজত থেকে উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার