Top

অতিরিক্ত তেলে সর্বনাশ, জরিমানা অর্ধলাখ

১৪ মার্চ, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
অতিরিক্ত তেলে সর্বনাশ, জরিমানা অর্ধলাখ
নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান চালিয়ে ৮৮টি ড্রামে ১৮ হাজার লিটার সয়াবিন ও পামঅয়েল মজুত করা অবস্থায় পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় মেসার্স বিজয়া ভাণ্ডার নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে চৌমুহনীর তুতামিয়ার গলির প্রতিষ্ঠানের মালিক রাজেশ বণিককে এ জরিমানা করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স বিজয়া ভাণ্ডারে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৮৮টি ড্রামে ১৮ হাজার লিটার ভোজ্যতেল তেল মজুত করা অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়াকে খবর দেওয়া হয়।

নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিককে তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়।

এসময় বেগমগঞ্জ থানা পুলিশ ছাড়াও জেলা কৃষি বিপণনের সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা জনস্বাস্থ্যের পরিদর্শক মো. শওকত আলীসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার