কক্সবাজার সদরের কলাতলী এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৩০ হাজার পিছ ইয়াবা ও ৫ লক্ষ ৭৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় আটক করেছে চারজনকে।
সোমবার (১৪ মার্চ) সাড়ে ৭ টার দিকে হোটেল জামানে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদটাকাসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মৃত নুর আলমের ছেলে নুরুল হাকিম (৩৮), লোহাগাড়ার আব্দুর রহিমের ছেলে মোঃ শাহাদাত হোসেন আউয়াল (২৮), কক্সবাজার ভারুয়াখালীর মোস্তফা হোসেনের ছেলে জাইয়েদ আকবর (২৩), উখিয়া দীঘিরবিলের জুনু মিয়ার ছেলে রবি আলম (২০)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পার্শ্বে হোটেল জামানে অভিযান পরিচালনা করেন র্যাব-১৫ এর সদস্যরা। অভিযানে হোটেলের ৭০৭ নং কক্ষ থেকে ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিছ ইয়াবা ও মাদক বিক্রয়ের ৫ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।