পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার বিষয়ে ইন্টারনেটের সহযোগীতা প্রয়োজন হলেও সংযোগ বিভ্রাটে তারা সেটি পারছেন না। এতে করে তাদের পড়াশোনা সহ অন্যান্য বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান একাধিক শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, “ক্যাম্পাসের ইন্টারনেট সমস্যা দীর্ঘদিন ধরেই, এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কতৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি”।
কৃষি অনুষদের ছাত্র খালিদ হাসান মিলু বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আর্থিক ভাবে অস্বচ্ছল, তাদের পক্ষে ফোনে ডাটা কিনে ইন্টারনেট চালানো সম্ভব নয়, ফলে ইন্টারনেটের মাধ্যমে প্রায়শই একাডেমিক বিষয়ের সহযোগীতা প্রয়োজন হলেও ইন্টারনেট সমস্যার কারনে সেটি সম্ভব হচ্ছে না”।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইটি সেলের নেটওয়ার্ক ইন্জিনিয়ার মোঃ শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এম. কেরামত আলী হলে নেটের অবস্থা সরেজমিনে দেখে এসেছি। মূলত আমাদের সার্ভিস প্রভাইডার বিটিসিএলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। অতিদ্রুত ইন্টারনেটের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আশা করছি”।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।