Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

আশুলিয়ায় পুলিশের উপর হামলাঃ এমপিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৭ মার্চ, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
আশুলিয়ায় পুলিশের উপর হামলাঃ এমপিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
সাভার প্রতিনিধ :

আশুলিয়ায় নাকশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা জেলা সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২জন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জন গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে বুধবার (১৬ মার্চ) মামলাটি দায়ের করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।

গ্রেফতার আসামীরা হলেন- আশুলিয়ার ঘুঘুদিয়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২৪), মোসলেম উদ্দিনের ছেলে মােঃ সােহান (২০), মো. জজ আলীর ছেলে মােঃ মালেক (৩৫), শেহের আলীর ছেলে মােঃ জসিম (৪৮)।

বাকী পলাতক আসামীরা হলেন- জিরাবো এলাকার মৃত দেওয়ান ইদ্রিসের ছেলে দেওয়ান মােঃ সলাউদ্দিন বাবু (৬০), আব্দুর মালেকের ছেলে সােবাহান ও জহিরুল, মৃত রফিক মাব্বরের ছেলে হাবিবুর রহমান (৪২), চাকল গ্রামের মৃত আবদুল্লাহের ছেলে আঃ সালাম ( ৫০ ), মৃত তালেবর প্রামানিকের ছেলে আব্দুল হাই আবু তারু মাদবর (৫৮), পানধোয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে কাজিম উদ্দিন (৪৫) ও গোকুলনগর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক আয়জল (৫৮) ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশুলিয়ার ঘুঘুদিয়ায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা উদ্দেশ্যে সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেয়।ঢাকা জেলা বি এন পির সভাপতি সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। বাকীরা পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুব্রত রায় বাণিজ্য প্রতিদিনকে বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার