Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

তারাকান্দায় মহিলাকে কুপিয়ে হত্যা, আটক-২

২৭ মার্চ, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ণ
তারাকান্দায় মহিলাকে কুপিয়ে হত্যা, আটক-২
তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুড়া গ্রামে দুই ছিনতাইকারী গৃহে প্রবেশ করে এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুর ১ টার এই ঘটনাটি ঘটে। মৃত উম্মে কুলসুম(৬০) অত্র এলাকার আজিম উদ্দিনের স্ত্রী ও জজ মিয়ার মা।

এলাকা সূত্রে জানা গেছে, উম্মে কুলসুম বাড়িতে একা ছিলেন। তখন পাশের বাড়ির রিতা বেগম নামের এক গৃহবধু ওই মহিলার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় অপরিচিত ২ জন ব্যাক্তিকে তার ঘর থেকে বেড়িয়ে যেতে দেখেন। তিনি বিষয়টি গ্রামের অন্যদের জানানোর পরে লোকজন ঘরে প্রবেশ করলে, তারা উম্মে কুলসুমকে(৬০) রক্তাক্ত অবস্থায় লেপে মুড়ানো মেঝেতে পড়ে থাকতে দেখন।

এ বিষয়ে তারাকান্দা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বাণিজ্য প্রতিদিনকে বলেন, আজ দুপুরে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ওই দুই ব্যাক্তিকে ধরে থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি।

তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একজনের নাম দীন ইসলাম (১৮) আর অন্যজনের নাম রুবেল মিয়া (২২)। দীন ইসলাম নরসিংদীর রায়পুর উপজেলার বেলতলী গ্রামের জাকির হোসেনের আর রুবেল ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মাওলানা আতিক মিয়ার ছেলে। দুজনের সাথেই মৃত উম্মে কুলসুমের ছেলে জজ মিয়ার সাথে পূর্ব পরিচয় ছিল।

হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, উম্মে কুলসুম বাড়িতে একা থাকায় তার গলা থেকে চেইন ও ঘরে থাকা স্বর্ণ, রূপার অলংকার নেওয়ার সময় তাদের মাঝে দস্তাদস্তির হয়। এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপানো হয় ও জবাই করে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত ওই দুজনের নামে মামলা করে আদালতে পাঠানো হবে।

শেয়ার