Top

সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের গণশুনানী

২৮ মার্চ, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের গণশুনানী
রংপুর প্রতিনিধি :

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে হয়রানি, রংপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে অন্যায়ভাবে হোল্ডিং ট্যাক্স , জন্মনিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায়, রংপুর সদর ভূমি অফিসের বিরুদ্ধে নামজারীতে অতিরিক্ত টাকা আদায়, বিআরটিএ অফিসের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে হয়রানী, কলকারখানা পরিদর্শকের বিরুদ্ধে হয়রানি,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, সড়ক, শিক্ষা অফিসের অনিয়মসহসহ বিভিন্ন অভিযোগ উঠে এসেছে দুদকের গণশুনানীতে।

সোমবার দুপুরে রংপুর টাউন হলে জেলার ২০টিরও বেশি সরকারী দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানীসহ দুর্নীতির অভিযোগের শুনানী করেন দুদকের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।

এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের অভিযোগকারীর মুখোমুখি করা হয়। দেড়শতাধিক অভিযোগের মধ্যে ৩৬টি অভিযোগের শুনানী করা হয়। শুনারী চলার সময় রংপুরের কলকারখানা পরিদর্শকের বিরুদ্ধে অবৈধ ভাবে অর্থ আদায়ের সত্যতা মেলায় তাকে ভৎসনা করা হয়। তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন দুদক কমিশনার। অভিযোগকারীরা হয়রানী- দুর্নীতির কথা তুলে ধরলে সরকারী
দপ্তরগুলো অভিযোগ খন্ডন করার চেষ্টা করেন। গণশুনানী অনুষ্ঠানে দুদক কমিশনার প্রত্যেক সরকারী দপ্তরকে অভিযোগকারীর অভিযোগ নিস্পত্তিতে ১ থেকে ৭ দিন সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে অভিযোগ নিস্পত্তি না হলে তাদের বিরুদ্ধে মামলা কারর নির্দেশ দেওয়া হয়। হয়রানীকারী-দূর্নীতিবাজ কর্মকর্তাদের
কঠোর শাস্তির আওতায় আনা হবে বরে ঘোষণা দেন দুদকের কমিশনার।

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে রংপুরে গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক একেএম সোহেল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল করিম, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।

শেয়ার