Top

খুলনাঞ্চলে বদলী জটিলতায় হাজার শিক্ষক

২৮ মার্চ, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
খুলনাঞ্চলে বদলী জটিলতায় হাজার শিক্ষক
খুলনা প্রতিনিধি :

বদলী কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে রয়েছেন খুলনাঞ্চলের হাজার হাজার শিক্ষক। করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সাল থেকে বদলী বন্ধ রয়েছে। পরিস্খিতি স্বাভাবিক হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। এতে দুর দুরান্তে চাকরী করা শিক্ষকরা পড়েছে বেকায়দায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র জানিয়েছে- প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষকদের বদলী কার্যক্রম চলে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২০ সালের মার্চ মাস থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে প্রাথমিক স্কুলও বন্ধ ঘোষনা করা হয়। সেই সময় থেকে বন্ধ রয়েছে শিক্ষকদের বদলী।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সভাপতি ও কো চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হলেও তিন বছর ধরে এ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কর্মকর্তাদের অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের কারণে শিক্ষকরা বেকায়দায় রয়েছেন। অনেকে জটিল রোগে আক্রান্ত, অনেকের স্বামী বা স্ত্রী অসুস্থ, অনেকের সন্তান অসুস্থ, অনেকে স্বামী এক জেলায় স্ত্রী অন্য জেলায় থাকছেন। বদলি হতে না পেরে অনেকেই নানা সংকটে ভুগছে। তিনি আরও বলেন, কোন স্কুলে শিক্ষক কম রয়েছে, সেখানে এসব কারণ বিবেচনায় নিয়ে শিগগির শিক্ষক বদলি কার্যক্রম চালুর দাবি জানান এই শিক্ষক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিকিা বলেন, আমার ৮ মাস বিয়ে হয়েছে। স্বামী চাকরি করেন খুলনা শহরে। অথচ আমার চাকরী কয়রা উপজেলাতে। ছেলেকে ভর্তি করা হয়েছে জেলার একটি ভাল স্কুলে। অথচ চাকরীর সুবাদে থাকতে হচ্ছে দুরে। স্বামী-সন্তানের জন্য হয়তো চাকরীই ছেড়ে দিতে হবে। খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজ উদ দোহা বলেন, করোনার সময় বদলী স্থগিত রেখেছিলো মন্ত্রনালয়। এরপর আর সেটি চালু হয়নি। বদলী কার্যক্রম নতুন করে অনলাইন ভিত্তিক করার চেষ্টা চলছে। এজন্য নতুন করে আর শুরু হয়নি। তবে খুব শীঘ্রই শিক্ষকদের বদলী কার্যক্রম আবার শুরু হবে বলে তিনি জানান।

শেয়ার