জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ২০২২-২০২৩ কার্যকালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সৌমিক বাগ্চী আর সাধারণ সম্পাদক হয়েছেন সামি আল জাহিদ প্রীতম।
১ এপ্রিল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচনের কার্যক্রম শুরু হয়। পরে রাত ৩ টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন জোটের বিদায়ী সভাপতি দীপঙ্কর দ্বীপ।
জোটের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। সৌমিক বাগ্চী জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটরিয়াম) প্রতিনিধি হিসেবে এবং সামি আল জাহিদ প্রীতম আবৃত্তি সংগঠন ধ্বনির প্রতিনিধি হিসেবে নির্বাচনে পদপ্রার্থী হন। বাগ্চী বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে প্রীতম সর্বাধিক সাত ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম (চারণ সাংস্কৃতিক কেন্দ্র) ও ঐশি তানজিম (আনন্দন); সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রাপ্তি তাপসী (জেইউডিও)।
এছাড়া অর্থ সম্পাদক পদে শরণ এহসান (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), দপ্তর সম্পাদক পদে ওমর ফারুক বান্না (জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদ্দাম হোসাইন রোহান (জলসিঁড়ি); কমিটিতে কার্যকরী সদস্য পদে সামিয়া ইসলাম আনিকা (জেইউডিএস), রেফাত মাহমুদ (চিরকুট) ও আন্দুর রহমান নাহিদ (সুস্বর) নির্বাচিত হয়েছেন।
এছাড়া পর্যবেক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নাফিস মাহমুদ কমিটিতে রয়েছেন।