পবিত্র রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআন শিক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কর্মসূচী শুরু করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের তত্ত্বাবধানে এ কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
কুরআন শিক্ষার প্রথম দিনে হলটির প্রায় ২৫ জন শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
এ বিষয়ে মওলানা ভাসানী হল ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম সজিব বলেন, ভাসানী হল ছাত্রলীগের পক্ষ থেকে কুরআন শিক্ষার প্রয়াস নেয়া হয়েছে। ভাসানী হল ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য। শিক্ষার্থীরা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি কুরআন পাঠ করা শিখতে সক্ষম হবে বলে আশা করি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানে ভাসানী হল ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।