Top

ছাত্রী মেসে গোপন ভিডিও ধারণের অভিযোগে খুবি শিক্ষার্থী আটক

০৫ এপ্রিল, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
ছাত্রী মেসে গোপন ভিডিও ধারণের অভিযোগে খুবি শিক্ষার্থী আটক
খুবি প্রতিনিধি :

ছাত্রী মেসে ঢুকে গোপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর ভিডিও ধারণ করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে গণপিটুনি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলাম নগরের শাহ শিরীন সড়কের একটি ছাত্রী মেস থেকে ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

মঙ্গলবার ভোর রাতে (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে সিসিটিভি ক্যামেরা দেখে তাকে শনাক্ত ও আটক করে। এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ‘গতকাল রাতের ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে রাখে এবং মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করতে চাইলে শিক্ষার্থীরা অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সকালে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে আনা হয়।’

সর্বশেষ পাওয়া তথ্যমতে, অভিযুক্ত শিক্ষার্থীকে ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে রাখা হয়। পরবর্তীতে সকাল দশটার দিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

 

শেয়ার