রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিল স্লোভাকিয়া। কিয়েভ সফর করে এ কথা জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার।
রাশিয়ার সামরিক আক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন করেছিল ইউক্রেন।
হেগার বলেন, আমি এটা নিশ্চিত করতে চাই যে, স্লোভাকিয়া ইউক্রেনকে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। ইউক্রেনীয়রা বীরত্বের সঙ্গে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে এবং আমাদেরও।
তিনি বলেন, এর মানে এই নয় যে স্লোভাকিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে।
স্লোভাকিয়া এখন নিজেদের এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থার জায়গায় যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিরক্ষা কার্যক্রম চালাবে।
নেটো সদস্যদেশ স্লোভাকিয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি পরিচালনা করে আসছিল। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার ভাঙনের সময়ে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছিল স্লোভাকিয়া।