Top

জাবি প্রীতিলতা হলের ক্যান্টিনের খাবারের দাম বেড়েছে কিন্তু মান বাড়েনি

০৯ এপ্রিল, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
জাবি প্রীতিলতা হলের ক্যান্টিনের খাবারের দাম বেড়েছে কিন্তু মান বাড়েনি
মেহদী ইসলাম, জাবি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ক্যান্টিনের খাবারে দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু খাবারের মান বৃদ্ধি পায় নি।

রমজান মাসে সেহরির খাবার খেতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে প্রীতিলতা হলের আবাসিক ছাত্রীরা, খাবারের মধ্যে মশা-মাছি, খাবারের মান খারাপ এবং খাবারের দাম বেশি সহ উঠে আসছে নানা অভিযোগ।

পরিবেশ বিজ্ঞান ৪৬ তম ব্যাচের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী রেজিনা আহমেদ স্বর্ণা বলেন, ” দায়িত্বরত শিক্ষকগণ খাবারের দাম বাড়িয়েছেন কিন্তু মান বাড়েনি, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, এবং ছাত্রীদের সাথে ক্যান্টিনের কর্মকর্তাদের দুর্ব্যবহার, এতগুলো অভিযোগ জানানোর পরও কোন সমাধান পাওয়া যায় নি । তাছাড়া রুমের দরজা-জানালা মেরামতের জন্যও অনেকবার বলা হয়েছে কিন্তু মেরামত আর হয়নি । শুধু তাই নয় দায়িত্বরত শিক্ষকক্ষণ মাসে একবার ও আসেন না খোঁজ নিতে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ তম ব্যাচের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ফাবিহা বিনতে হক বলেন, ” ক্যান্টিনের খাবারের মান খুবই বাজে, প্রায় সময় খাবারের মধ্যে মশা-মাছি পাওয়া যায়, বার বার বলার পরও কোন সমাধান হয়নি, প্রায় প্রতিদিন একি খাবার পরিবেশন হচ্ছে ”

এ বিষয়ে জানতে চাইলে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকা বলেন, ‘ছাত্রীদের অভিযোগ আর আমাদের মনিটরিং মিলিয়ে আগের ক্যান্টিন মালিক বদলিয়ে নতুন ক্যান্টিন মালিক নিয়োগ দিলাম, তারপরও যদি সমস্যা থাকে অবশ্যই ছাত্রীরা অভিযোগ করবে, অভিযোগ পেলে আমি সমাধান করার চেষ্টা করবো, আমার কাছে এখনো কোন অভিযোগ আসে নি।’

বাণিজ্য প্রতিদিন জানতে চেয়েছিলো, দায়িত্বরত শিক্ষকগণ নাকি মাসে একবারও খোঁজ খবর নেন না ছাত্রীদের?

তিনি বলেন,” দায়িত্বরত শিক্ষকগণ সবসময়ই খোঁজ খবর নেন, এমনও শিক্ষক আছেন যিনি ক্যান্টিনের খাবার পরীক্ষা করার জন্য মাঝে মাঝে ক্যান্টিনে খান “।

শেয়ার