Top

ইবিতে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১৪ এপ্রিল, ২০২২ ১:০৯ অপরাহ্ণ
ইবিতে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
এম বি রিয়াদ, ইবি :

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা-অগ্নিস্নানে শুচি হোক ধরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভিসির নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরীকৃত রঙ-বেরঙের কুলা, চালুনি, হাতপাখা, একতারা সহ বাঙালি সংস্কৃতির বিলুপ্তপ্রায় বস্তুগুলো তুলে ধরেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরোয়ার মুর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এসময় সাবেক প্রো-ভিসি ড. কামাল উদ্দীন, প্রক্টর ড. জাহাঙ্গীর হসেন, পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মাহবুবুল আরফীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার