বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা উক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফলাফলের ভিত্তিতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে।
আবেদনের জন্য নির্ধারিত নিয়মাবলি হিসেবে রয়েছে-
১. শিক্ষার্থীকে অবশ্যই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫/২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হতে হবে।
২. প্রতি বিভাগের শুধুমাত্র মেধাক্রমানুসারে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীরা আবেদন করতে পারবে।
৩. আবেদন ফর্মে দেয়া কোন তথ্য ভুল প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থীর জন্য সম্মাননা বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্মের লিংকঃ https://surveyheart.com/form/625704d5f49ae52165ffe992
এ নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব বলেন,” ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীবান্ধব সব কার্যক্রম এবং শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় এই ছাত্রবান্ধব সংগঠনের পক্ষ থেকে একাডেমিক ফলাফলের ভিত্তিতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।”
উল্লেখ্য,আবেদনের সময়সীমা ৩০শে এপ্রিল, ২০২২খ্রি পর্যন্ত। মেধাবী ও কৃতি শিক্ষার্থী সম্মাননা-২০২২,