জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নিজস্ব লাইব্রেরী ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ব্যবসায় অনুষদের ৮ম তলায় লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর দে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দীন,কলা অনুষদের ডিন প্রফেসর আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী ও সাধারণ সম্পাদক তুহিন অবন্ত, রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা সিকদার, অনান্য শিক্ষক মন্ডলী,বিভাগের শিক্ষার্থী।
উদ্বোধন করার সময় উপাচার্য বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে আমরা যে অভিযাত্রা শুরু করেছি তার অংশ হিসেবে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন। আমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আর এই মনোযোগের জন্য প্রয়োজন ভালো পরিবেশ এজন্য প্রয়োজন লাইব্রেরী।
আমাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। চাকরির জন্য সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না। নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়াও মাগরিব বাদ বিভাগে সকল শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাফিল অনুষ্ঠিত হবে।