ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকের বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোর্টরোড মোড়ে অবস্থিত ব্যাংক এশিয়ার বুথ থেকে তাকে আটক করা হয়।
আশরাফ ইসলামের ওই যুবক শহরের পুনিয়াউট এলাকার আবুল ফয়েজ মিয়ার ছেলে। কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে তাদের বাড়ি হলেও্ আশরাফ তার পরিবারসহ দীর্ঘদিন পূর্ব নয়নপুরে বসবাস করছেন। তিনি পেশায় ঔষধ ব্যবসায়ী। শহরের কলেজপাড়ায় নূর ফার্মেসী নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ব্যাংক এশিয়া সূত্র জানায়, রাত ৮টার দিকে ওই যুবক বুথে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে বেধে ফেলার চেষ্টা করেন। তখন বাইরে থেকে অন্য নিরাপত্তাকর্মী বুথের ভেতর গেলে বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার দিলে আশাপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে যুবককে আটক করে । পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশরাফ জানান, তার দুই লাখ টাকা ঋণ আছে। তিনি সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না। তার বাবার নয়নপুরে তিনতলা বাড়ি এবং গ্রামে অনেক জমিজমা থাকলেও তাকে টাকা দিচ্ছিলেন না। তাই তিনি ২ লাখ টাকার জন্য বুথ ভাংতে চেয়েছিলেন। এজন্য ১৪০ টাকা দিয়ে শহরের জগত বাজার থেকে ১৪০ টাকা দিয়ে চাকু কিনে এনেছিলেন। তিনি ধারনা করেছিলেন, গার্ডকে চাকু ধরলে গার্ড তাকে বুথের চাবি দিয়ে দিবেন।
তবে ব্যাংক এশিয়ায় গিয়ে দেখা গেছে, সেখানে শাবল, স্প্রে রং, গ্লাবস, কচস্টেপ, চারটি লোহার রড় পেরেক, দুটি নতুন ব্যাগ ও একটি চাকু পড়ে আছে।
এদিকে, ঘটনার সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী সাইফ হোসেন জানান, ওই যুবক বুথে ঢুকার পর তিনি তাকে ক্যাপ এবং মাস্ক খুলে বুথ ব্যবহারের অনুরোধ করেন।