Top

বালিয়াকান্দিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

২৭ এপ্রিল, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
বালিয়াকান্দিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

সাংবাদিক ও সংগীত শিল্পী রুবেল চিশতীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়াম হলের সামনে সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দদের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রুবেল চিশতীর রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে লাখো কন্ঠ পত্রিকায় দীর্ঘদিন কাজ করে আসছে।

এ সময় মানববন্ধনে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা রুবেল চিশতীর বিরুদ্ধে যে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক চাঁদাবাজি মামলা করা হয়েছে তা প্রত্যাহারের জোর দাবী জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মামলা প্রত্যাহারের দাবীতে স্মারক লিপি দেওয়া হবে বলে জানান হয়।

শেয়ার