Top

প্রথম আলো বন্ধুসভা নজরুল বিশ্ববিদ্যালয়ের ঈদ উপহার বিতরণ

০১ মে, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
প্রথম আলো বন্ধুসভা নজরুল বিশ্ববিদ্যালয়ের ঈদ উপহার বিতরণ
মোছা.জান্নাতী বেগম, নজরুল বিশ্ববিদ্যালয় :

প্রথম আলো বন্ধুসভা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ৩০শে এপ্রিল সুবিধাবঞ্চিত ৩৪টি পরিবার এবং ৫জন ছেলে শিশুকে রঙিন জামা ও ঈদ সেলামি এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটাতে প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় এই ঈদ উপহার।

ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়েছে:সয়াবিন তেল, পেঁয়াজ, গুড়ো দুধ, সেমাই, আলু, চিনি, সাবান, চাল (পোলাউ), নুডুলস এবংঅন্যান্য আনুষঙ্গিক উপকরণ।এছাড়াও ২জন মেয়ে শিশুকে মেহেদি, চুড়ি, মালা, ক্লিপ উপহার দেয়া হয়েছে।

এ নিয়ে প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাফিয়া ইসলাম ভাবনা বলেন,”সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল সামর্থ্যবান মানুষের উচিৎ।অসহায় মানুষদের কাছে গেলেই বোঝা যায় কতটা সাহায্য তাদের প্রয়োজন। নিজ নিজ জায়গা হতে সামান্য কিছু সাহায্য করলেও তাদের উপকার হয়। ছোট ছোট এই উপহার গুলোই তাদের মুখে হাসি ফুটিয়ে দেয়।বন্ধুসভার মাধ্যমে এই মানবিক কাজগুলো করতে পেরে সত্যি আনন্দিত।”

শেয়ার