‘নির্দিষ্ট কিছু দেশ ও বিদেশি সংস্থার অবন্ধুসুলভ কর্মকাণ্ডের’ জবাবে পাল্টা অর্থনেতিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।
তবে রাশিয়া কোন কোন দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তা জানানো হয়নি। পুতিনের ডিক্রি অনুসারে, নিষেধাজ্ঞাপ্রাপ্তদের কাছে পণ্য বা কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করবে রাশিয়া।
তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থনৈতিক লেনদেনও নিষিদ্ধ করতে চলেছে পুতিন প্রশাসন। নতুন নিয়মে, নিষিদ্ধ ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি মানতে বাধ্য থাকবে না রাশিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান।
নিষেধাজ্ঞা আরোপের জন্য বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করতে রুশ কর্তৃপক্ষকে ১০ দিন সময় দিয়েছেন পুতিন। সেই সঙ্গে, বিধিনিষেধ সাপেক্ষে হতে পারে এমন কিছু লেনদেনের জন্য ‘অতিরিক্ত মানদণ্ড’ নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।