Top

পশ্চিমবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

০৫ মে, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এবং শুক্রবার দু’দিন ওই রাজ্যে থাকবেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, অমিত শাহর সফর ঘিরে দু’দিনের সরকারি–রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সফরে সর্বক্ষণের সঙ্গী হচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুরেরও ওই সফরে থাকার কথা রয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, একুশের নির্বাচনে পরাজয়ের পর এটা প্রথম সফর অমিত শাহের। ২০০ পারের স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার পর থেকে একের পর এক নির্বাচনে হেরে গোহারা হয়েছে বিজেপি। সংগঠন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বিজেপির অনেক বিধায়ক–সংসদ সদস্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। একই সঙ্গে যারা দলে রয়ে গেছেন তাদের অনেকেই দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। সুকান্ত মজুমদার–শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন অনেক নেতা। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে সফরে আসছেন অমিত শাহ।

 

শেয়ার