মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক দন্ত চিকিৎসকের বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দন্ত চিকিৎসক নিজেই হত্যাকান্ডটি ঘটিয়েছেন।
রোববার (৮মে) সকাল ৯ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর ঘাতক স্বামী আসাদুর রহমান রুবেল (৪০) গাড়ীর নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে।
নিহতেরা হলেন রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬)ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কথা আক্তার(১২)।
স্থানীয়দের ভাষ্যমতে ঘাতক রুবেলের সংসারে এমনিতে কোনো প্রকারের কোন্দল ছিলো না। নিহত লাভলী ও তার দুই মেয়েও জীবিতাবস্থায় খুবই ভালো ছিল। লাভলী একজন সামাজিক মানুষ ছিলেন এছাড়াও তার মেয়েরা ছিলো মেধাবী। যতদূর জানা যায়, রুবেল ব্যক্তিগত জীবনে বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। হত্যাকান্ডটি মূলত ঋণগ্রস্তের কারণেও ঘটতে পারে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, দুই মেয়েসহ মা কে জবাই করে হত্যার ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনার পর সাড়ে পাঁচটায় খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী রুবেল ঋণগ্রস্ত ছিলেন। গতরাতে পারিবারিক ঝগড়াঝাটিও হয়েছে। সন্দেহভাজন পলাতক স্বামীকে আমরা ট্রেস করতে পেরেছি। অল্প সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।