Top

আরটিজিএসে যুক্ত হলো আর্থিক প্রতিষ্ঠান

১০ মে, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
আরটিজিএসে যুক্ত হলো আর্থিক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :

ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) প্ল্যাটফর্মে যুক্ত করলো কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আন্ত:ব্যাংক মানি মার্কেট লেনদেন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আবশ্যিকভাবে ইডিএস মানি প্ল্যার্টফর্মের মাধ্যমে সম্পাদন করছে। ইডিএস মানি প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন সম্পাদনের পর ফান্ড সেটেলমেন্ট এর বিষয়টি গতিশীল ও তাৎক্ষণিভাবে নিষ্পত্তির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানসমূকে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) প্ল্যাটফর্মে যুক্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু প্রাতিষ্ঠানিক লেনদেন করতে পারবে, কোনো গ্রাহকের লেনদেন করতে পারবে না।

আগামী ১ জুন থেকে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশা দেওয়া হয়েছে।

আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম সহজ করার জন্য ২০১৫ সালের ২৯ অক্টোর রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) প্ল্যাটফর্ম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম রিয়েল টাইমে এবং গ্রস ভিত্তিতে আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের অনুমতি দেয়ায় লেনদেন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তিও করা হয়।

শেয়ার