দেশের ব্যাংক ও কোম্পানীসমূহ সুষ্ঠু ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনার স্বার্থে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকদেরকে প্রতিষ্ঠানগুলোর নিজ অর্থায়নে পরিচালিত অঙ্গীভূত প্রতিষ্ঠান নিয়োগেও নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরণের ব্যাংক ও কোম্পানীর অর্থায়নের গঠিত ও পরিচালিত কোন ব্যাংক বা কোম্পানী অথবা ফাউন্ডেশন কিংবা অন্য যেকোন নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক কিংবা সদস্যা হওয়ার সুযোগ থাকছে না। এ নিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোন ব্যাংক বা কোম্পানীর শেয়ারহোল্ডার পরিচালক বা প্রতিনিধি পরিচালক কিংবা স্বতন্ত্র্য পরিচালক হিসেবে ১ বছর মেয়াদে দায়িত্ব পালন করলে তিনি মেয়াদপূর্তির পরে আর ওই ব্যাংক পরিচালিত প্রতিষ্ঠানে নিয়মিত বা চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য অযোগ্য হবেন। আর এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক কিংবা সদস্য হিসেবে কেউ দায়িত্বরত থাকলে তাকে আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট পদ হতে পদত্যাগ করতে বলা হয়েছে। আর পদত্যাগের বিষয়টি আগামী জুলাই মাসের ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিস্ট বিভাগকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোন ব্যাংকে সংশ্লিষ্ট পদে কাউকে নিয়োগ দেওয়া হলে সেই পদ হতে ওই ব্যক্তিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অব্যাহতি দিয়ে সেটিও অব্যাহতির পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। উল্লেখ্য, ব্যাংক-কোম্পানী পরিচালনায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ অনুযায়ী কোন ব্যক্তি ব্যাংক -কোম্পানীর পরিচালক হলে তিনি একই সময়ে অন্য ব্যাংক বা কোম্পানী বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা বীমা কোম্পানীর পরিচালক হতে পারেন না।