Top

ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে খুবি

১৫ মে, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে খুবি
রেজওয়ান আহম্মেদ, খুলনা বিশ্ববিদ্যালয় :

পবিত্র ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) আগামীকাল সোমবার খুলছে। এ দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ এর আগে গত ৭ মে খুলে দেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

রাজশাহী থেকে ফিরে অর্থনীতি ডিসিপ্লিনের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সাকিব বলেন, ১৬ তারিখ থেকে ক্লাস, বিভিন্ন এ্যাসেসমেন্ট থাকার কারণে দ্রুতই ক্যাম্পাসে ফিরতে হয়েছে। পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পেরে ভালো লাগছে। সবার উপস্থিতিতে দ্রুতই আবার সরূপে ফিরবে প্রিয় বিশ্ববিদ্যালয়, এটাই প্রত্যাশা।

আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও প্রশাসনিক কাজের পাশাপাশি চলবে শুধু ১ম বর্ষের ক্লাস। অন্যান্য সকল বর্ষের চলমান প্রস্তুতিমুলক ছুটি (পিএল) শেষ হবে আগামী ২১ মে। ছুটি শেষে আগামী ২২শে মে থেকে শুরু হবে অন্যান্য সকল বর্ষের ১ম টার্মের চূড়ান্ত পরীক্ষা।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে ২০২২খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়। এময় সকল আবাসিক হল সমূহও বন্ধ ছিল।

শেয়ার