ডলারের বাজারে অস্থিরতা বেড়েই চলছে। অস্বাভাবিক হারে আমদানি ব্যয় বাড়ায় ডলারের দামও পাল্লা দিয়ে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক আবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। গতকাল সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়েছে। এ নিয়ে চলতি বছরে পাঁচবার বেড়েছে ডলারের দাম।
গতকাল সোমবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা। যা গত রোববার লেগেছিল ৮৬ টাকা ৭০ পয়সা। খোলাবাজারে ডলারের দাম আরও চড়া, ৯৬ টাকা ৫০ পয়সা থেকে ৯৭ টাকা ৫০ পয়সা। এছাড়া ব্যাংকেও নগদ ডলারের দাম এখন ৯৩ থেকে ৯৪ টাকা। দাম বাড়ার ফলে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে আমদানিকারকদের খরচ বাড়বে।
ব্যাংকাররা বলছেন, আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বাজারে ডলারের সংকট দেখা দিয়েছে। ফলে ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। ঈদের কারণে দেশে ভালো প্রবাসী আয় এসেছে। তবে আমদানি খরচ যে হারে বেড়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয় দিয়ে সেই খরচ মেটানো যাচ্ছে না। এ সংকটের প্রভাব পড়ছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। কারণ বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করছে। এতে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কিন্তু তারপরও নিয়ন্ত্রণে রাখতে পারছে না ডলারের বাজার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাজারের চাহিদা অনুযায়ী দেখা গেল ডলারের দাম বাড়ানো দরকার, তাই আরও ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলসির পেমেন্ট দেওয়ার কারণে ডলারের দাম কিছুটা বেড়েছে।
তিনি বলেন, দেশে এখনো রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়। যদিও এখন আগের তুলনায় রপ্তানি বেড়েছে। গত মার্চ মাসেও রপ্তানি আয় বাড়ার প্রবণতা অব্যাহত ছিল। আবার ঈদে রেমিট্যান্সেও এসেছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। আশা করছি আগামী কোরবানি ঈদ উপলক্ষে রেমিট্যান্স বাড়ার পাশাপাশি রপ্তানি আয়ও বাড়বে। তার ফলে আস্তে আস্তে ডলারের বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে পাঁচবার বেড়েছে ডলারের দাম। জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আর ২৩ মার্চ তা আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। আর সবশেষ গতকাল ৮০ পয়সা বাড়িয়ে ডলারের দাম নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৫০ পয়সা।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে যে দরে ডলার বিক্রি বা কেনে তাকে আন্তব্যাংক লেনদেন ব্যাংক রেট বলে। ব্যাংকগুলোও একে অন্যের কাছ থেকে এই রেটে ডলার কেনাবেচা করে থাকে। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে ব্যাংকগুলো এই দরের চেয়ে পাঁচ-ছয় টাকা বেশি দামে ডলার বিক্রি করছে। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ব্যবধান কখনই এক থেকে-দেড় টাকার বেশি হওয়ার কথা নয়। গতকাল ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ৯৩ থেকে ৯৪ টাকায়।
খোলাবাজারের ওপর বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে ব্যাংকগুলো বেশি দামে ডলার বিক্রি করলে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে থাকে। কেননা বাংলাদেশ ব্যাংক থেকে আন্তঃব্যাংক দরে ডলার কিনে সেই ডলার বিক্রি করে থাকে ব্যাংকগুলো।
এদিকে খোলাবাজারে ডলারের দাম বহু আগেই ৯০ টাকা ছাড়িয়ে গেছে। গতকাল রাজধানীর পল্টন এলাকার মানি চেঞ্জারসহ খোলাবাজারে ডলারের দাম ৯৬ টাকা ৫০ থেকে ৯৭ টাকা ৫০ পয়সায় বিক্রি হতে দেখা গেছে।
পল্টন এলাকায় ইসমাইল মানি এক্সেচেঞ্জে গতকাল ৯৭ টাকা, ইষ্ট ওয়েষ্ট মানি একচেঞ্জ ৯৭ টাকা ৫০ পয়সা ও ক্যাপিটাল মানি একচেঞ্জ ৯৬ টাকা ৫০ পয়সা ধরে ডলার বিক্রি হয়েছে। মানি চেঞ্জার ও খোলাবাজারের মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ডলারে অনেক বেশি চাহিদা। কিন্তু সেই তুলনায় ডলারের সরবরাহ কম। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ থেকে ডলার ছেড়েও অস্থিরতা কাটছে না। চলতি ২০২১-২২ অর্থবছরের ১২ মে পর্যন্ত সব মিলিয়ে ৫০২ কোটি (৫.০২ বিলিয়ন) ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বাজার স্থিতিশীল রাখতে গত অর্থবছরে ডলার কেনায় রেকর্ড গড়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ব্যাংকগুলোর কাছ থেকে সবমিলিয়ে প্রায় ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, মহামারির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে ৮৪ টাকা ৮০ পয়সায় ‘স্থির’ ছিল ডলারের দর। গত বছরের ৫ আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে ৮৫ টাকা ৮০ পয়সায় ওঠার পর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ওই একই দর ছিল। এরপর থেকে তা আবার বাড়তে শুরু করে। এরপর চলতি বছরের ৯ জানুয়ারি তা বেড়ে ৮৬ টাকায় পৌঁছায়। এরপর ২২ মার্চ পর্যন্ত এ রেটেই স্থির ছিল। পরে গত ২৩ মার্চ আন্তঃব্যাংকে আরও ২০ পয়সা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। ২৭ এপ্রিল আরও ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ১০ মে আরও ২৫ পয়সা বাড়ে ডলারের দাম গিয়ে ঠেকেছে ৮৬ টাকা ৭০ পয়সা। আর সবশেষ গতকাল আরওে ৮০ পয়সা বেড়ে ডলারের দাম দাড়িয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা। যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড মূল্য। অর্থাৎ গত ৯ মাসের ব্যবধানে প্রতি ডলারে দর বেড়েছে দুই টাকা ৭০ পয়সা।