ইসলামিক ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক। এছাড়া গ্রাহকদের সুবিধার্থে নতুন তিনটি পণ্যসেবা চালু করেছে। আজ এনসিসি ব্যাংকের ২৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহদুদুর রশীদ এ কথা বলেন।
মঙ্গলবার (১৭ মে) সকালে রাজধানীর মতিঝিল এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আশেক রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাহাত উল্লা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মোহাম্মদ মাহদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক ব্যাংকিং সেক্টরের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংকের যাত্রা ১৯৯৩ সালের ১৭ মে। সে হিসেবে ব্যাংকের বয়স এখন ২৯ বছর। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইসলামিক ব্যাংকিং চালুর বিষয়ে তিনি জানান, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামি ব্যাংকিং কার্যক্রম ও অর্থব্যস্থার গুরত্ব অনেক। তাই এনসিসি ব্যাংক প্রচলিত ধারার ব্যাংকিং এর পাশাপাশি ইসলামি ব্যাংকিং চালু করতে যাচ্ছে। যা দেশের ব্যাংকিং সেক্টরসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও এগিয়ে নিবে।
তিনি বলেন, ব্যাংকিং সেবায় দেশের প্রথম ইনোভেশন সেন্টার চালু করেছি। এছাড়া সঞ্চীয় সেবা ও র্স্টাটআপ সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আগামীতে নতুন প্রজন্মের চাহিদার লক্ষ্যে দেশের ব্যাংকিং সিস্টেম “ব্রীক এন্ড মর্টার” থেকে ভার্চুয়ালে রূপান্তরিত করা হবে।
তিনি আরও বলেন, এনসিসি ব্যাংকের ২৯ বর্ষপূতি উপলক্ষে গ্রাহকেদের জন্য আমরা নতুন তিনটি পণ্যসেবা চালু করতে যাচ্ছি। সেবা তিনটি হলো- গৃহ ঋণ, বৈদেশিক কর্মসংস্থান ঋণ ও মাইক্রো এটিএম।
মাহদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংকের দেশব্যাপী ১২৫টি পূর্ণাঙ্গ শাখা এবং ৬টি উপ-শাখায় মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সেবা পৌঁছে দিচ্ছে। করোনার প্রভাব মোকাবিলা করেও ২০২১ সালে আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭০০ কোটি টাকা অপারেটিং প্রফিট অর্জন করেছি। এবছরও সকল বাধা অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমরা আগামী দিনে দেশের শীর্ষ পাঁচটি ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংকে নিয়ে যাবার জন্য কাজ করে যাচ্ছি।
শেয়ারবাজারে এনসিসি ব্যাংকের অবস্থান সম্পর্কে তিনি বলেন, দেশের ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম দিকে ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস প্রতিষ্ঠা করি। এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনসিসি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড দেশের পুঁজিবাজারে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই পুঁজিবাজার গঠনে ভূমিকা রাখছে।
রেমিট্যান্স সম্পর্কে তিনি বলেন, বৈধ পথে প্রবাসীদের অর্থ নিকটজনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এনসিসি ব্যাংক নজির সৃষ্টি করেছে। রেমিটেন্স প্রবাহকে আরো জোরদার করতে বিশ্বের বিভিন্ন দেশের মানি ট্রান্সফার কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ মানি ট্রান্সফার কোম্পানি মানিগ্রামের সুপার এজেন্ট। প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুততম ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষে এনসিসি ব্যাংক নিজস্ব ১২৫টি শাখা এবং ৬টি উপ-শাখার পাশাপাশি টিএমএসএসের ৯০০টি শাখা, কর্মসংস্থান ব্যাংকের ২৫৬ শাখা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২৫০টি শাখা, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৮৯টি শাখা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৮৩টি শাখা তথা মোট ১ হাজার ৮৭৮টি শাখার মাধ্যমে রেমিট্যান্সের অর্থ প্রদান করছি।
ব্যাংকটির খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঋণ আদায় আইনি পদক্ষেপ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া ঋণ প্রস্তাবনা এবং বৈদেশিক বাণিজ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন অসুবিধা নিরসনের জন্য কাজ করছি। করোনকালীন সরকারঘোষিত প্রণোদনা বাস্তবায়নে এনসিসি ব্যাংক সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
নতুন বেতন কাঠামো বস্তবায়ন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এমডি বলেন, এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেছি। শুধু ব্যাংকের নিম্ন পর্যায়ে নয়, সব পর্যায়ের কর্মীদের বেতন বাড়িয়েছে এনসিসি ব্যাংক। এর কারণে ব্যাংকটির বছরে ৪০ কোটি টাকা খরচ বেড়েছে। এ বেতন কাঠামো বাস্তবায়ন করার ফলে অন্য কোনো সুবিধা বঞ্চিত করা হয়নি।
ডলারের দাম বাড়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানি রপ্তানির মাঝে বিশাল একটা গ্যাফ তৈরি হওয়ার কারণে ডলারের দাম বেড়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুর দাম বেড়ে গেছে। এর প্রভাব ডলারের উপরেও পড়েছে।