করোনায় ক্ষতিগ্রস্ত প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা হিসাবে প্রাক জাহাজীকরণ (প্রি-শিপমেন্ট ক্রেডিট) পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণের সুদ হার কমাল বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৩ দশমিক ৫ শতাংশ ও ব্যাংক পর্যায়ে সরবরাহকৃত অর্থের ওপর সুদের হার ধরা হয়েছে শূণ্য দশমিক ৫ শতাংশ। যা আগে গ্রাহক ও ব্যাংক পর্যায়ে ছিল যথাক্রমে ৫ শতাংশ ও ২ শতাংশ। একই সাথে গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাাঁচ বছর করা হয়েছে। আর সকল তফসিলি ব্যাংক ১৮০ দিন তথা ৬ মাসের জন্য এককালীন পরিশোধ করার শর্তে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দিষ্ট নিয়মে পুণ:অর্থায়ন বাবদ টাকা সংগ্রহ করতে পারে। এ ঋণের ক্ষেত্রে নির্ধারিত চার্জ ছাড়া বাড়তি কোন চার্জ আদায় করাও নিষিদ্ধ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনাসহ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় যেকোন রপ্তানিকারক বা রপ্তানিমুখী প্রতিষ্ঠানের অনুকূলে প্রচলিত নিয়মে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ বিতরণ করা যাবে। ব্যাংকসমূহ রপ্তানি আদেশ কিংবা রপ্তানি ঋণপত্রের তথ্য নিশ্চিত হয়ে প্রকৃত মূল্য হতে ব্যাক টু ব্যাক ঋণপত্রের মূল্যের বিপরীতে নীতিমালা অনুযায়ী গ্রাহকের অনুকূলে প্রদত্ত জাহাজীকরণ পণ্যের সমপরিমাণ অর্থ ঋণ হিসাবে দিতে পারবে। আর প্যাকেজিং পণ্যের মোট মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে খেলাপী গ্রাহক বা অনুরূপ খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া যাবে না।
জানা গেছে, ২০২০ সালের ১৩ এপ্রিল করোনার প্রভাবে কাটিয়ে উঠতে স্থানীয়ভাবে উৎপাদিত প্রাক-জাহাজীকরণ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিলের আওতায় প্রথম ঋণ গ্রহণের এক বছর পরেও নির্ধারিত ৫ বছর মেয়াদের যেকোন সময় আবর্তন পদ্ধতিতে গ্রাহক ঋণ পেতে পারেন।