চলমান সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আপাতত বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার উপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের কাজে তাদের অনুকূলে বৈদেশিক মুদ্রা ছাড়ের ওপর নিষেধাজ্ঞা দেয় হয়। অবশ্য ব্যক্তিগত ভ্রমণ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
রোববার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সব ব্যাংকে পাঠানো হয়।
এছাড়া বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গত ১২ ও ১৬ মে দু’টি প্রজ্ঞাপন জারি করে অর্থমন্ত্রণালয়। সরকারি প্রজ্ঞাপনের আলোকে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের সভা, সেমিনার, প্রশিক্ষণের ওপর নিষেধাজ্ঞা দিল।
মূলত রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলার সংকট নিরসন করতে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ডলারের যেন সংকট সৃষ্টি না হয় তাই বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালার আলোকে বর্তমানে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়শাসিত প্রতিষ্ঠানের কর্মী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মী, ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য, বাংলাদেশে নিবন্ধিত ও কর্মরত কোম্পানি, ফার্ম, ইন্সটিটিউট, এনজিওর কর্মকর্তাদের পক্ষে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে অংশগ্রহণ ফি বাবদ ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে। আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা বন্ধ হলো।
নতুন এ নির্দেশনার ফলে এখন থেকে এ ধরনের কাজে তাদের অনুকূলে বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে না।