করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে পাঁচ হাজার কোটি টাকার ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে এক লাখ ৮৩ হাজার ৭০ জন গ্রাহককে ৪ হাজার ২৯৫ কোটি ১৪ লাখ টাকা ঋণ হিসাবে দিয়েছে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। বিতরণ করা এ অর্থ স্কিমের মোট তহবিলের ৮৫ দশমিক ৯০ শতাংশ। এ স্কিম সফলভাবে বাস্তবায়নে ব্যাংকসমূহকে প্রশংসাপত্র প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামিদুল্লাহ্ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্কিম বাস্তবায়নে সফল ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীগণকে প্রশংসাপত্র প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উদ্ধর্তন কর্মকতাসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
স্কিম বাস্তবায়নে সফল ১৭টি ব্যাংকসমূহের মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, এক্সিম ব্যাংক লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ, প্রিমিয়ার ব্যাংক লিঃ, ওয়ান ব্যাংক লিঃ, ব্যাংক এশিয়া লিঃ, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ, উত্তরা ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ এবং মধুমতি ব্যাংক লিঃ।
সভায় জানানো হয়, উক্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৭০ জন গ্রাহকের নিকট সর্বমোট ৪ হাজার ২৯৫ কোটি ১৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যা স্কিমের মোট তহবিলের ৮৫.৯০ শতাংশ।
পুনঃঅর্থায়ন স্কিম সফলভাবে বাস্তবায়ন করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উক্ত ব্যাংকসমূহকে অভিনন্দন জানান। সভায় আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী ও কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম।