Top

স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়ল চার হাজার টাকা

২৪ মে, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়ল চার হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক :

স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ৪ হাজার টাকা করে বাড়িয়ে ৭২ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ায় স্মারক স্বর্ণ মুদ্রার দামও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ দাম আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

‌মঙ্গলবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি মুদ্রায় চার হাজার টাকা করে বাড়িয়ে স্মারক বক্সসহ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন যা ৬৬ হাজার টাকা ছিল, গত ৮ মার্চ দুই হাজার টাকা বাড়িয়ে ৬৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিলো। আন্তর্জাতিক ও দেশিয় বাজারে দর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য করতে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটির ৭২ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন এ স্মারক স্বর্ণমুদ্রা ৬৮ হাজার টাকায় বিক্রি হতো।

শেয়ার