Top

এক রেটে ডলার বিক্রি করবে ব্যাংক

২৬ মে, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
এক রেটে ডলার বিক্রি করবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :

সংকট কাটাতে এক রেটে ডলার বেচাকেনা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। ব্যাংক যে দাম নির্ধারণ করবে, সেই দামে প্রবাসী আয় সংগ্রহ করতে হবে। একইভাবে রপ্তানিকারকদের নিজ ব্যাংকের মাধ্যমে বিল নগদায়ন করতে হবে। ব্যাংকগুলোর প্রস্তাবিত ডলারের মূল্য নিয়মিত ভিত্তিতে পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্ত আগামী রোববারের মধ্যে জানানো হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। বৈঠকে উপস্থিত ছিলেন— এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ইউনিফর্ম রেটে ডলার কেনাবেচা করতে সম্মত হয়েছে ব্যাংকগুলো। বাফেদা ও এবিবি ডলারের একটি মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এই দামেই প্রবাসী আয় আনতে হবে। এছাড়া রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে।

ডলারের চাহিদার বর্তমান প্রেক্ষাপটে বাজারে সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে তারল্য সরবরাহ অব্যাহত রাখবে।

এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, বৈঠকে ডলার নিয়ে সাময়িক সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। কিছু রেজুলেশন অ্যাফেক্ট নেয়া হয়েছে। রোববারের মধ্যে একক রেটের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হবে। আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। ডলারের সাময়িক যে চাপ হচ্ছে সেটা দ্রুতই সহনীয় হয়ে যাবে।

শেয়ার