Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

নিজ এলাকায় ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ জানুয়ারি, ২০২১ ১:১০ অপরাহ্ণ
নিজ এলাকায় ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারাদেশে দ্বিতীয় দফার পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে রাজশাহীর তিনটি পৌরসভায়। এ নির্বাচনে আজ শনিবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজ এলাকায় ভোট দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার জয়গুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

‘আড়ানীর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। তারা নৌকার পক্ষেই থাকবেন এবং নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন’বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।

এদিকে, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি চোখে পড়েছে। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মোট ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে।

শেয়ার