Top

গতানুগতিক পথ পরিহার করে শিক্ষার্থীদের দেশের কল্যাণে উদ্যোক্তা হতে হবে

৩০ মে, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
গতানুগতিক পথ পরিহার করে শিক্ষার্থীদের দেশের কল্যাণে উদ্যোক্তা হতে হবে
শাবি প্রতিনিধি :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে Entrepreneurship and Innovation সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গতানুগতিক চাকরি চিন্তাধারা থেকে বের হয়ে এসে নিজ কর্মগুণে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গজনক। একজন সফল উদ্যোক্তা দেশের বেকারত্ত দূর করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে অনন্য ভূমিকা পালন করে। আজকের এই আয়োজন নতুন উদ্যোগ ও উদ্যোক্তা তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

বাপসার সভাপতি প্রফেসর ড. রুমেল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং ফরেস্ট্রি বিভাগের শিক্ষক প্রফেসর ড. স্বপন কুমার সরকার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা, বাপসার ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান জিসান।

শেয়ার