ব্যাংকিং খাতের খেলাপি ঋণের প্রায় অর্ধেক রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। কোনোভাবে খেলাপি ঋণ কমিয়ে আনতে পারছে না। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি থেকে আদায় খুবই নাজুক। সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী এই চার ব্যাংক ২০২১ সালে শীর্ষ ২০ খেলাপি থেকে আদায় করেছে লক্ষ্যমাত্র মাত্র ৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ২০২১ সালে শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬১০ কোটি টাকা। ব্যাংকগুলো এক বছরে লক্ষ্যমাত্রার মাত্র ৮ শতাংশ আদায় করতে পেরেছে। এর মধ্যে ২০ খেলাপি থেকে সোনালী ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫০ কোটি টাকা। ব্যাংকটি লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ আদায় করে। জনতা ব্যাংকের ছিল ৮০০ কোটি টাকা, লক্ষ্যমাত্রার মাত্র ৭ শতাংশ আদায় করতে পেরেছে। অগ্রণী ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল ২৪০ কোটি টাকা, ব্যাংকটি আদায় করতে পেরেছে মাত্র ১৬ শতাংশ এবং রূপালি ব্যাংক লক্ষ্যমাত্রার ১২ শতাংশ আদায় করে। তবে ব্যাংকগুলো অন্য খেলাপি থেকে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি আদায় করতে সক্ষম হয়েছে ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল জনতা ব্যাংকে। তবে জনতা ব্যাংকের ২০২০ সালের তুলনায় ২০২১ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণ ছিল ১৩ হাজার ৭৩৬ কোটি টাকা, যা ২০২১ সালে ১২ হাজার ৩২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২০ সালের তুলনায় কমেছে ১০ শতাংশ। এছাড়া ২০২০ সালের ডিসেম্বরের শেষে সোনালী ব্যাংকে খেলাপি ঋণের অংক ছিল ১০ হাজার ৭৬৭ কোটি টাকা, যা ২০২১ সালের ডিসেম্বরের শেষে বেড়েছে ১১ শতাংশ। অগ্রণী ব্যাংকে ২০২০ সালের ডিসেম্বরের শেষে মোট খেলাপির অংক ছিল ৬ হাজার ৪৭২ কোটি টাকা যা ২০২১ সালের ডিসেম্বর শেষে বেড়ে ৯ হাজার ৯৮৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৪ শতাংশ। এবং রূপালী ব্যাংকের ২০২০ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপির পরিমাণ ছিল ৩ হাজার ৯৭২ কোটি টাকা যা ২০২১ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিগত কয়েক বছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে না। এর ফলে কয়েকটি ব্যাংক প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ব্যাংকের বিধান অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে নির্ধারিত পরিমাণ টাকা সঞ্চিতি হিসেবে রাখাই হচ্ছে প্রভিশন। তবে শীর্ষ খেলাপির তুলনায় ঋণ অবলোপন থেকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের আদায় কিছুটা বেড়েছে। ২০২১ সালের রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে রাইট অফ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬৬৬ কোটি টাকা, লক্ষ্যমাত্রার মাত্র ৩৩৬ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে ব্যাংকগুলো।
২০২১ সালে সোনালী ব্যাংক লক্ষ্যমাত্রার ২৪ শাতাংশ, জনতা ব্যাংক ২৫ শতাংশ, অগ্রণী ব্যাংক ১৩ শতাংশ এবং রূপালী ১২ শতাংশ আদায় করেছে।
এছাড়া প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মোট ঋণ বিতরণের বেশিরভাগ রয়েছে পাঁচ শাখায়। সোনালীর মোট ৬৯ হাজার ৬০ কোটি টাকার ঋণের ৩৫ শতাংশ , জনতার ৬৯ হাজার ৯৬৬ কোটি টাকা ঋণের ৭৩ শতাংশ, অগ্রণীর ৩৮ হাজার ৮৩ কোটি টাকা ঋণের ৫৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের ৪৩ শতাংশ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, যা ৪৪ হাজার ৯৭৭ কোটি টাকা।