বাংলাদেশি শ্রমিকের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করে। এ কারণে এসব দেশ থেকেই বৈদেশিক আয় দেশে বেশি আসে। বলা চলে দেশের দুই-তৃতীয়াংশ রেমিট্যান্সই আসে এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। মধ্যপ্রাচ্যের শ্রমশক্তির কাছ থেকে বরাবরই রেমিট্যান্স আহরণে প্রধান ভূমিকা রাখে দেশের ইসলামি ব্যাংকগুলো। কিন্তু রেমিট্যান্স আহরণে হঠাৎ করেই হোঁচট খাচ্ছে ইসলামি ব্যাংকগুলো।
গত বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আহরণ হয়েছিল মোট রেমিট্যান্সের ৩২ দশমিক ৮২ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে নেমেছে ৩০ দশমিক ৯৬ শতাংশ। আর গত বছরের ডিসেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স আহরণ কমেছে ১৮ দশমিক ২২ শতাংশ। গত বছরের প্রথম তিন মাসে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আসে ৬৭ দশমিক ১৮ শতাংশ, চলতি বছরের একই সময়ে তা বেড়ে ৬৯ দশমিক ৪ শতাংশে দাড়িয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংকগুলোর কমলেও প্রচলিত ব্যাংকগুলোর রেমিটেন্সের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে ইসলামি ব্যাংকগুলো রেমিট্যান্স আহরণ করেছে ১৩ হাজার ৪৭০ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ১৫ হাজার ৭৩৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কমেছে দুই হাজার ২৬৪ কোটি টাকা, যা শতকরা হিসাবে ১৪ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া গত বছরের ডিসেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স আহরণ কমেছে ৩৩ দশমিক ৮৭ শতাংশ।
ব্যাংকভেদে রেমিট্যান্স আহরণের চিত্র থেকে দেখা যায়, গত বছরের প্রথম তিন মাসে ইসলামি ব্যাংকগুলো যে পরিমাণ রেমিট্যান্স আহরণ করে এর মধ্যে ইসলামি ব্যাংকের অবদান ছিল ৮২ দশমিক ৬ শতাংশ, চলতি বছরের একই সময়ে তা কমে নেমেছে ৭৫ দশমিক ১৬ শতাংশে। ইউনিয়ন ব্যাংকের ১ দশমিক ৭০ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৯৬ শতাংশে নেমেছে। আর স্ট্যান্ডার্ড ব্যাংকের ১.৭০ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৯৬ শতাংশে নেমেছে। তবে ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক বাদে অন্য ইসলামি ব্যাংকগুলোর অবদান বেড়ে গেছে। বেশি বেড়েছে আল আরাফা ইসলামি ব্যাংক ও সোস্যাল ইসলামি ব্যাংকের অবদান।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, গত বছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স আহরণে ইসলামি ব্যাংকগুলোর মধ্যে আল আরাফাহ ইসলামি ব্যাংকের অবদান ছিল ৪ দশমিক ৬২ শতাংশ, সেখানে চলতি বছরের একই সময়ে তা বেড়ে হয়েছে প্রায় ১০ শতাংশ। রেমিট্যান্স আহরণে গত বছরের প্রথম তিন মাসে সোস্যাল ইসলামি ব্যাংকের অবদান ছিল ২ দশমিক ৩৭ শতাংশ, সেখানে চলতি বছরের একই সময়ে বেড়ে হয়েছে প্রায় ৩ শতাংশ। এর বাইরে এক্সিম ব্যাংকের শূন্য দশমিক ৮২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ১৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ২.২৬ থেকে প্রায় ৩ শতাংশ, শাহ্জালাল ইসলামি ব্যাংকের ১.৮০ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৩ শতাংশ হয়েছে। গ্লোবাল ইসলামি ব্যাংকের ১.৮৪ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ১৪ শতাংশ হয়েছে।
রেমিট্যান্স প্রবাহ কমলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে ইসলামি ব্যাংকগুলোতে আমানত ও বিনিয়োগের পরিমাণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে ৩ লাখ ৯৯ হাজার ৬৭৯ কোটি টাকা দাঁড়িয়েছে ইসলামি ব্যাংকগুলোর আমানতের পরিমাণ। যা পুরো ব্যাংক খাতের মোট আমানতের ২৮ দশমিক ২১ শতাংশ। আর মার্চ শেষে ইসলামি ব্যাংকিং খাতে মোট বিনিয়োগ (ঋণ ও অগ্রিম) দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪৯ কোটি টাকা।
২০২১ সালের ডিসেম্বর প্রান্তিক তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ইসলামিক ব্যাংকের আমানত বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ। এক বছরের তুলনায় বেড়েছে ১১ দশমিক ৭১ শতাংশ।
২০২১ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। এবং গত অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইসলামি ব্যাংকিং শাখা ও উইন্ডোর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১৫৪টি। এর মধ্যে এক হাজার ৬৭৯টি শাখাই পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকগুলোর। বাকি ৪১টি ইসলামী শাখা রয়েছে প্রচলিত ধারার ব্যাংকগুলোর। এর বাইরে প্রচলিত ধারার ব্যাংকগুলোর আরো ৪৩৪টি ইসলামি ব্যাংকিং উইন্ডো খুলে সেবা দিচ্ছে।