Top

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য দুইটি বাস উদ্বোধন

৩১ মে, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য দুইটি বাস উদ্বোধন
শাবি প্রতিনিধি :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ২টি বাস চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস ২টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধনী পরবর্তী অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বাস উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, মাত্র কয়েক বছর আগেও শিক্ষার্থীদের পরিবহন সুবিধা অপ্রতুল ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও আপ্রাণ চেষ্টার ফলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব হয়েছে। কয়েকবছরের মধ্যে পরিবহরন শাখায় ১৬টি বাস সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতা রয়েছে। তিনি আরও বলেন, আগামী জুলাই মাসের পর অর্থাৎ দুয়েক মাসের মধ্যে আরও ২টি বাস ক্রয় করা হবে।

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, পরিবহন, শিক্ষা, অবকাঠামোসহ সকলক্ষেত্রে আমাদের সফলতার মূল কারণ হচ্ছে এটি একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। এখানে সুশাসন বজায় রয়েছে। ফলে সবকিছুই দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জহির বিন আলমসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২টি বাসের ক্রয়মূল্য ৮১ লক্ষ ৬৭ হাজার টাকা। ৫২ সিটের প্রতিটি বাসে ক্যামেরা ও মনিটর সংযুক্ত রয়েছে।

 

শেয়ার