Top

জুথির কুটির শিল্পায়নে শতাধিক মানুষের সংসারে স্বচ্ছলতা

৩১ মে, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
জুথির কুটির শিল্পায়নে শতাধিক মানুষের সংসারে স্বচ্ছলতা
মামুনুর রশীদ বাবু. নওগাঁ :

নওগাঁ’র মান্দায় গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে চাকুরীর পিছনে না ঘুরে বাড়িতে কুটিরশিল্প গড়ে তুলে স্বাবলম্বী হয়েছেন জেসমিন আক্তার জুথি নামের এক কিশোরী। কেবল নিজেই স্বাবলম্বী হয়েছেন তাই নয়, এলাকার প্রায় একশ তরুণী ও মহিলার আত্ম কর্মসংস্থান গড়ে তুলে তাদের সংসারের স্বচ্ছলতা এনে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নওগাঁ জেলাধীন মান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম চক কশব গ্রামের উক্ত জেসমিন আক্তার যুথি করোনকালীন সময়ে বাসায় বসে বসে কি করা যায় এমন চিন্তা থেকে আগেই লব্ধ প্রশিক্ষণ কাজে লাগিয়ে ছোট পরিসরে শুরু করেন কুটি শিল্পায়ন। গ্রামের বাড়িতেই ”স্বপ্ন বুনন” নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে সূতা দিয়ে বিভিন্ন ধরনের আকর্ষনীয় শো-পিচ, সোফার কুশন, নানা ধরনের ব্যাগ, ম্যাটস ইত্যাদি তৈরী করার কাজ শুরু করেন। পাশাপাশি তারা তৈরী করছেন পাটের তৈরী ব্যাগ এবং বেল্ট। ঢাকার ফ্রেন্ডশীপ নামের একটি পতিষ্ঠান স্বপ্ন বুননের তৈরী জিনিষপত্র নিয়মিত ক্রয় করে থাকে। এ ছাড়াও এসব দ্রব্যাদি ক্রয় করার লক্ষ্যে অতি সম্প্রতি নেদারল্যান্ডের কিছু ক্রেতা এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

তাঁর এই প্রতিষ্ঠানে এলাকার শিক্ষার্থী, বিধবা, স্বামী পরিত্যক্তা, মৎস্যজীবি এবং আদিবাসী পরিবারের প্রায় একশ মহিলা যোগ দিয়েছেন। প্রশিক্ষন গ্রহন করে তারা এসব কাজে দক্ষতা অর্জন করেন। এখন তারাই এই প্রতিষ্ঠানের কর্মী। প্রতিদিন শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পাশাপাশি এবং মহিলারা সংসারের প্রাত্যহিক কাজ কর্মের পাশাপাশি নিয়মিত কাজ করছেন এই প্রতিষ্ঠানে। তারা এসব কাজের বিনিময়ে মাসে কমপক্ষে আয় করছেন ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। শিক্ষার্থী রেনুকা বানু ও আসমা খাতুন বলেছেন পড়াশুনার পাশাপাশি এই প্রতিষ্ঠানে হাতের কাজ করে যে আয় করছেন তা দিয়ে নিজের পড়াশুনার খরচ সংকুলান করছে। এতে করে লেখাপড়ার খরচের জন্য পিতামাতার উপর চাপ কমে গেছে।

বিধবা মহিলা আয়েশা খাতুন বলেছেন স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে খাওয়া পড়া ছাড়াও তাদের লেখা পড়ার খরচ কুলানো কঠিন ছিল। কিন্তু স্বপ্ন বুননে কাজ করে তার সেই স্বপ্ন পুরন হচ্ছে। আদিবাসী ছাত্রী মওসুমী পাহান বলেছে এখানে কাজ না করলে গরিব পিতা মাতার পক্ষে লেখা পড়ার খরচ যোগান দেয়া সম্ভব হতোনা। একইভাবে এখানে কাজ করে সকলেরই আর্থিকভাবে সুবিধা হয়েছে।

নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেছেন ব্যপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে অর্খনৈতিকভাবে সকলকে স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার উদ্যোক্তাদের পর্যাপ্ত সহযোগিতা প্রদান করছে। তিনি আরও বলেছেন এসব উদ্যোক্তাদের সরকারীভাবে প্রয়োজনীয় ঋন এবং উৎপাদিত পণ্যসমূহের বাজার সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে।

শেয়ার