Top

পূর্নাঙ্গ একাডেমিক ভবনের দাবিতে জাবিতে মানববন্ধন

৩১ মে, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
পূর্নাঙ্গ একাডেমিক ভবনের দাবিতে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের পূর্ণাঙ্গ একাডেমিক ভবনের দাবিতে মানববন্ধন করেছেন আইন ও বিচার বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনারে এক মানববন্ধন করেন তারা। এসময় বক্তারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী আহমেদ শরীফ হৃদয় বলেন, ‘নবীন একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে যা মনে হয় নিজস্ব একাডেমিক ক্লাস রুম না থাকায় ক্লাস করতে গেলে সময় মেইন্টেন করা কঠিন, এক ক্লাস হয় সমাজ বিজ্ঞানের আরেক ক্লাস হয় অডিটোরিয়ামে এই যে দু-টানা ক্লাস নিয়ে, যার কারনে অনেক সময় অনেকের ক্লাস মিস হয়, পড়াশোনার ক্ষতি হয়।

আইন ও বিচার বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আনিকা বলেন, মেগা প্রজেক্ট সভায় আমাদের ডিন মহোদয় আমাদের সমস্যা নিয়ে দাবি জানিয়েছেন, কিন্তু বলা হচ্ছে আগামীতে এই ব্যাপারটা দেখা হবে, আমাদের ক্লাস রুম নেই, সেমিনার লাইব্রেরি নেই এতো সংকট তারপরও কেনো উনারা দৃষ্টিপাত করেন না, এটা আমার মাথায় আসে না। একাডেমিক ভবনের অভাবের কারনে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে, প্রশাসন যেনো আমাদের দিকে সদয় দৃষ্টি দেন সেই আশা ব্যক্ত করি। আইনের ছাত্র ছাত্রীরা কখনো এই বঞ্চনা মেনে নিবে না।

আইন ও বিচার বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী এবিএম সাব্বির হোসেন বলেন, স্পোর্টস কমপ্লেক্স হবে, বড় বড় রেজিস্ট্রার ভবন বানাবে কিন্তু আমাদের একাডেমিক ভবন কেনো তৈরি করেন না, আমাদের ক্লাস করতে কষ্ট হয় অথচ বিশ্ববিদ্যালয় হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু আমরাই অবহেলিত হচ্ছি সবচেয়ে বেশি , আমরা আর এভাবে ফিরবো না দাবি আদায় করেই ফিরবো।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের প্রভাষক তামান্না আজিজ তুলি বলেন, আমাদের নিজেদের ক্লাস রুম নিয়ে সংকট এজন্য ব্যবহার করতে হয় অন্য বিভাগের ক্লাস রুম বা অডিটোরিয়াম রুম, গত দশ বছর ধরেই এটা আমরা দেখছি, আমরা মেগা প্রজেক্ট নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু হতাশ হলাম, দেখলাম ৭০০ একরের মধ্যে একটা ইঞ্চি মাটি দিতেও তারা কেউ রাজি না, আমাদের জন্য প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছেন না, আমরা ততদিন পর্যন্ত আন্দোলন করবো যতদিন না তারা ব্যবস্থা করবেন।

সহকারী অধ্যাপক সুপ্রভাত পাল বলেন, বিভাগের শিক্ষার্থীদের জন্য কোন ওয়াশরুম ছিলো না, আমাদের শিক্ষার্থীরা অন্য বিভাগে যেতে হয় ওয়াশরুম ব্যবহার করার জন্য, বিশ্ববিদ্যালয়ের বাজেটে আমাদের ছাত্রছাত্রীরাও অন্য বিভাগ গুলোর ছাত্রছাত্রীর মতো টাকা দিয়ে অংশগ্রহণ করে। তাহলে কেনো আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত হবে? নতুন লাইব্রেরি তৈরি করার জন্য যতদিন কাজ সম্পূর্ণ হবে না বলা হচ্ছে ততদিন বিভাগের সেমিনারে ছাত্র ছাত্রীদের পড়ার জন্য কিন্তু আমাদের বিভাগের তো সেমিনার নেই আমাদের শিক্ষার্থীরা পড়বে কোথায়। আমাদের শিক্ষার্থীদের বার বার বঞ্চিত করা হয়েছে আর না, আমাদের একাডেমিক ভবন সহ সব দাবিদাওয়া অতি দ্রুত মেনে নেওয়া হোক।

আইন ও বিচার বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস বলেন, ভবিষ্যতের কোন প্রতিশ্রুতি না ১৪ টা মেগা প্রজেক্টের কাজের সাথে আমাদের একাডেমিক ভবন নিয়েও কাজ করতে হবে। সব সমস্যার সমাধান হবে বার বার বলা হয়েছে কিন্তু কিছুই হলো না আজ পর্যন্ত, সর্বশেষ বলা হয়েছে পুরাতন রেজিস্ট্রার ভবন ফাঁকা হলে আইন ও বিচার বিভাগকে এই জায়গাটা দেওয়া হবে কিন্তু তাও দেওয়া হয়নি,বর্তমান উপাচার্যের কাছে আমরা আশা করি খুব দ্রুত আমাদের সমস্যা সমাধান করবেন, অবশ্যই খুব দ্রুত, গত দশ বছর অনেক সময়, এতো সময় পেয়েও উনারা কিছু করেননি, আমরা আর সময় দিতে আগ্রহই না, আমরা এই প্রতারণার অবসান চাই। ক্লাস বর্জন করে দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলনে নামা হবে না বরং শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে দাবি দাওয়া আদায়ের প্রচেষ্টা করা হবে।

উল্লেখ্য পূর্নাঙ্গ একাডেমিক ভবনের দাবিতে আগামীকাল বুধবার (১ জুন) সকালে শান্তিপূর্ণভাবে স্মারক লিপী দেওয়া হবে উপাচার্য বরাবর আইন ও বিচার বিভাগ কর্তৃক।

শেয়ার