Top

জনশুমারিতে ব্যাংকগুলোকে তথ্য দেয়ার নির্দেশ

০১ জুন, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
জনশুমারিতে ব্যাংকগুলোকে তথ্য দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

জনশুমারির কাজে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে অংশগ্রহণ ও প্রয়োজনীয় তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণ করে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ শুরু হবে আগামী ১৫ জুন। শুমারি পরিচালিত হবে ২১ জুন পর্যন্ত। এ লক্ষ্যে ১৪ জুন দিবাগত রাত ১২টা-কে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, দেশের সব নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণসহ এ বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে শুমারিতে অংশগ্রহণ ও তথ্য প্রদানসহ সার্বিক সহায়তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো।

শেয়ার