সিরাজগঞ্জের সলঙ্গা ও তাড়াশে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো-রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের মোঃ সুরমানুল হকের ছেলে মোঃ হামিম হোসেন (৩৩) ও ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত (উত্তর পাড়া) গ্রামের মৃত রমেশ প্রামানিকের ছেলে মোঃ আলতাব প্রামানিক (৫৯)।
র্যাব-১২’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌণে ৩ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রাম এলাকার নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামানে অভিযান চালিয়ে হামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২১৫ (দুইশত পনের) গ্রাম হেরোইন উদ্ধারসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাড়াশ উপজেলার কোহিত গ্রামে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ আলতাব প্রামানিককে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।